সালাফের জীবন থেকে ও এখন যৌবন যার (একত্রে)
- লেখক : ইমরান রাইহান, মাওলানা যুলফিকার আহমদ নকশবন্দী
- প্রকাশনী : উমেদ প্রকাশ
- বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা, ইতিহাস ও ঐতিহ্য, ইসলামী ব্যক্তিত্ব
679.00৳ Original price was: 679.00৳ .475.00৳ Current price is: 475.00৳ . (30% ছাড়)
সালাফের জীবন থেকে:
সালাফদের জীবনী চর্চা ও রচনার ধারা অতি পুরোনো। আমাদের পূর্বসূরি আলিমগণ সালাফদের জীবনী রচনায় বেশ তৎপর ছিলেন। এ কারণে চৌদ্দ শ বছর পরেও তাঁদের নির্ভুল জীবনী জানা সম্ভব হচ্ছে। তাঁদের রচনার ধারা ছিল বিভিন্নমুখী। কেউ রচনা করেছেন মুহাদ্দিসদের জীবনী, কেউ রচনা করেছেন ফকীহদের জীবনী। কেউ-বা সামগ্রিকভাবে আহলে ইলমের জীবনী রচনা করেছেন। সালাফের জীবন থেকে বইটি সেই ধারাবাহিকতারই অংশ।
আকাবির ও পূর্বসূরি আলিমদের পদাঙ্ক অনুসরণ করে ইতিহাসপ্রেমী লেখক ইমরান রাইহান কলম হাতে তুলে নিয়েছেন। একে-একে ২০ জন সালাফে সালিহিনের জীবনী তুলে ধরেছেন। যাদের প্রত্যেকেই খাইরুল কুরুনের সৌভাগ্যবান সদস্য। যাদের প্রত্যেকের কাছে ইলমুল হাদীস, ইলমুল ফিকহ-সহ ইলম ও আমলের প্রতিটি অঙ্গনে মুমিনগণ ঋণী। গল্পের ধাঁচে রচিত বইটি আকর্ষণীয় বর্ণনাভঙ্গির কারণে পাঠককে চুম্বকের মতো শেষ শব্দ পর্যন্ত আটকে রাখবে।
এখন যৌবন যার:
স্বাভাবিকভাবেই একজন যুবককে নফস ও শয়তান নানাভাবে পরাস্ত করার চেষ্টা করে। কারণ, জীবনের এই বেলাটায় মানুষের ভেতর যৌন-তাড়না থাকে বেশি। আর একে ব্যবহার করেই যুবককে ঘায়েলের চেষ্টা করা হয়।
এ তো হলো সাধারণ হিসাব। কিন্তু আমাদের এ নষ্ট সময় ও পরিবেশে একজন যুবককে অনেক বেশি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। রাস্তার বেপর্দা পরিবেশ থেকে শুরু করে কলেজ-ইউনিভার্সিটির সহশিক্ষা, ইন্টারনেটের মতো জরুরি উপকরণের রন্ধ্রে রন্ধ্রে থাকা চরম অশ্লীলতা ও বেহায়াপনা, সামাজিক যোগাযোগ মাধ্যমের স্রোতে ভেসে আসা নানারকমের আজাব… সব মিলিয়ে যুবক এখন বিপদে। আগে যে যৌবন ছিল বিপুল সম্ভাবনার আধার, এখন সে যৌবন যেন হাজারো বিপদের আশঙ্কা ।
‘এখন যৌবন যার’ বইতে লেখক তুলে ধরেছেন এক আখ্যান, যুবক যাকে আঁকড়ে ধরতে পারবে এই অকুল দরিয়ার অবলম্বন হিসেবে।
Reviews
There are no reviews yet.