তোহফায়ে রমাযান
- লেখক : মুফতি সালমান মানসুরপুরী
- প্রকাশনী : মাকতাবাতুল হেরা
- বিষয় : ইবাদত ও আমল, তারাবীহ ও ঈদ, রমযান, সিয়াম
পবিত্র মাহে রমযানের রয়েছে অসাধারণ মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব। একদিকে যেমন এ মাসে নাজিল করা হয়েছে কুরআনের মতো মহাগ্রন্থ, অন্যদিকে এতে রয়েছে লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনী, যা ইবাদত-বন্দেগীর বিবেচনায় হাজার মাসের চেয়েও উত্তম। এ মাসের দিনের বেলায় রোযাকে ফরয ও রাতের ইবাদতকে করা হয়েছে নফল। বিশেষত এই মাসে একটি নফল আমলের বিনিময়ে ফরজের সমপরিমাণ সওয়াব প্রদান করা হয়। আর একটি ফরজের বিনিময়ে সত্তরটি ফরজের সওয়াব লেখা হয়।
পবিত্র মাহে রমযান বিষয়ক বিভিন্ন জটিল জিজ্ঞাসার সামাধান-কল্পে এবং সাধারণ-বিশেষ সকলের ইলমী প্রয়োজনপূরণের নিমিত্তে মাকতাবাতুল হেরার আয়োজন -‘তোহফায়ে রমাযান’। এতে সন্নিবেশিত হয়েছে চাঁদ দেখা, রোযা, তারাবীহ, শবেকদর, ইতিকাফ, যাকাত, ঈদুল ফিতর, ঈদুল আযহার ফাযায়েল ও মাসায়েল ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়। মূল গ্রন্থটি রচনা করেছেন যুগশ্রেষ্ঠ আলেমেদীন, বহু গ্রন্থপ্রণেতা মুফতি মুহাম্মদ সালমান মানসুরপুরী দামাত বারাকাতুহুম। গ্রন্থটি সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ, সামগ্রিক ও সর্বজনীন। ফাযায়েল বর্ণনার ক্ষেত্রে ফাতাওয়ার কিতাবসমূহের আক্ষরিক ইবারতও তিনি গ্রন্থটিতে উল্লেখ করেছেন। পবিত্র মাহে রমযান ও রোযাসংক্রান্ত চল্লিশ হাদিস এবং রমযানে আকাবির-আসলাফের যাপিত দিনগুলোর একটি আমলী নমুনা পরিবেশিত হওয়ায় গ্রন্থটির মান উন্নীত হয়েছে বহুগুণে। পাশাপাশি সকল বিষয়ের ক্ষেত্রে তিনি সূত্র উল্লেখ করেছেন। এককথায়, গ্রন্থটি শুধু সাধারণ লোকজনই নয়; বরং আলেম ও ইমামগণেরও উপকারে আসবে ইনশাআল্লাহ।
Reviews
There are no reviews yet.