আলাইকুম বিসুন্নাতি

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা এ দুটো আঁকড়ে ধরবে, পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে, আল্লাহ তায়ালার কিতাব অপরটি হচ্ছে তাঁর নবীর সুন্নাত।
যারাই এ দুটির বিকল্প খুঁজতে চেষ্টা করবে তারাই সঠিক রাস্তা থেকে ছিটকে পড়বে। ফলে সে কেবল পরকালেই অকৃতকার্য হবে না; বরং দুনিয়াতেও নিশ্চিতভাবে পদে পদে লাঞ্ছিত ও অপদস্থ হবে। বিশেষকরে একজন মুমিন-মুসলমান কিছুতেই এই দুটো ব্যতীত শান্তির কথা চিন্তা করতে পারে না। মুসলমান যখনই বিকল্প হিসেবে বিজাতীয় পথ-মত-সংস্কৃতি গ্রহণ করবে, তখনই সে অশান্তি ও নিরাপত্তাহীনতার কবলে পড়বে। বর্তমান প্রেক্ষাপটই তার জ্বলন্ত প্রমাণ। কেননা মুসলমান কখনো বিজাতীয় শিক্ষা-সংস্কৃতি হজম করতে কিংবা গিলতে সক্ষম হবে না। যদি তারা তা গ্রহণ করতে চায়ও, তা হলেও মহাবিপদের সম্মুখীন হবে।
অতএব মুসলমানের জন্য আল্লাহর হুকুম এবং নবীর সুন্নাত সামনে রাখতে হবে। এর বাইরে কিছু চিন্তা করলেই বিপদ। এজন্য আল্লাহর বিধানের সাথে নবীজীর সুন্নাতও পুঙ্খানুপুঙ্খরূপে জানতে হবে এবং তা সবার সামনে সুস্পষ্ট থাকতে হবে। ইতোপূর্বে এ বিষয়ে কয়েকটি গ্রন্থ বাংলাভাষায় রচিত ও অনূদিত হয়েছে। তবে আমাদের কাছে মুফতি মুহাম্মদ আবদুল হাকিম সাখরাবী রহ. এর ‘আলাইকুম বিসুন্নাতি’ বিভিন্ন কারণে অত্যন্ত সহজ ও সাবলীল মনে হয়েছে। সাথে সাথে কিতাবটি দলিলসমৃদ্ধও বটে।
এজন্য মুফতি আবদুল হাকিম সাখরাবী রহ. এর কিতাবটি বাংলাভাষী পাঠকের জন্য প্রকাশ করা সঙ্গত মনে হলো

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “আলাইকুম বিসুন্নাতি”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Shop
0 items Cart
My account