গল্পে গল্পে ঈমান শিখি ১-৮

পৃষ্ঠা : 230
কভার : পেপার ব্যাক
সংস্করণ : 1st Published 2023
আইএসবিএন : 9789849755845
ভাষা : বাংলা

Original price was: 1,040.00৳ .Current price is: 770.00৳ . (26% ছাড়)

❏ বাংলাভাষায় বড়দের জন্য অপরিহার্য পরিমাণ ঈমান আকিদা শিক্ষার বেশ কিছু বই-কিতাব রয়েছে; তবে শিশুদের উপযোগী কৌশল ও ভাষায় রচিত বইপুস্তকের পরিমাণ খুব বেশি আছে বলে মনে হয় না । যদিও সাধারণ সাহিত্যের প্রায় কাছাকাছি শিশুসাহিত্যের চর্চাও একটি জাতির বিকাশের জন্য জরুরি।
‘গল্পে গল্পে ঈমান শিখি’ নামের একটি সিরিজ প্রকাশের আগে অভাজন এক নজর দেখার সুযোগ পাই। বইটির ভাষা, বর্ণনা ও উপস্থাপনা প্রশংসার দাবি রাখে। কারণ ঈমানের মতো একটি উচ্চ সংবেদনশীল বিষয়কে তার বিশুদ্ধতা ও ভারসাম্য বজায় রেখে শিশুতোষ গদ্যবর্ণনায় গল্প-কবিতায় নিয়ে আসা খুব সহজ কাজ নয়। তা ছাড়া সবসময় বড়দের জন্য বই লেখার চেয়ে ছোটদের জন্য বই লেখা অধিক কঠিন কাজ। এজন্য লেখককে তার বয়স, জ্ঞান, শিক্ষা ও যোগ্যতার কথা ভুলে গিয়ে নবীন শিশুতে পরিণত হতে হয়। যে যতো শিশুমনের হতে পারে সে-ই ততো সফল শিশুসাহিত্য রচনা করতে পারে।
এ ধরনের একটি প্রায় অভিনব ও অপেক্ষাকৃত কঠিন কাজ করেছেন এই বইটির লেখিকা মাহমুদাতুর রহমান।
মহান রাব্বুল আলামিনের দরবারে ঈমান বিষয়ক এই বইটির কবুলিয়্যাত ও ব্যাপক পাঠকপ্রিয়তার জন্য দোয়া করছি।
বাংলাভাষী পাঠকের জন্য ঈমান শিক্ষার এই বইটি বিশেষ নেয়ামত হিসেবে পরিগণিত হোক।
মাওলানা উবায়দুর রহমান খান নদভী
মাসিক নেয়ামত কার্যালয়
জামিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকা- ১২০৪
❏ শিশুর মন হলো নরোম মাটির মতো। ওইখানে যদি যত্ন করে রোপণ করা যায় সুন্দর একটি কথা—পরে ওই কথাটিই তার জীবন গড়ে তুলতে পারে সুন্দর শান্তি ও সত্যের একটি জীবন্ত মহীরুহরূপে। অতীত দিনে আমাদের মায়েরা তাদের শিশুদের ঘুম পাড়াতেন দেশপ্রেমিক বীরপুরুষ, ধর্মপ্রেমিক বিপ্লবী, আল্লাহপ্রেমিক পীর-আউলিয়ার গল্প বলে। শিশুরা মায়েদের দুধের মতোই পান করতো ওইসব গল্প, গল্পের মধু। গলা জড়িয়ে বলতো- “মা, বড় হয়ে আমিও হব মহাবীর মুহাম্মদ বিন কাসেম, সালাহুদ্দীন আইয়ুবী, নিযামুদ্দীন আউলিয়া, শাহজালাল ইয়ামানী।” ধীরে ধীরে আমাদের ইতিহাস ভরে ওঠে এমন কত্তো ভালো মানুষে ! ভালোবাসা দিয়ে, ছায়া দিয়ে তারা সবুজ রেখেছেন আমাদের পৃথিবী। এখানে বেদনার কথা হলো, আমাদের এই ফুলের মতো শিশু এবং কিশোরদের জন্য ফুলের মতো বইয়ের ভীষণ অভাব । আর যারা সন্তানকে দীন-দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদরূপে গড়ে তুলতে চান তাদের অভাবটা আরও বড়। সুন্দর পবিত্র জীবন গঠনে সাহায্য করবে আবার তার ভাষাটাও কথাগুলোর মতোই পবিত্র এবং মিষ্টি—এমন বই সত্যিই কম। কারণ, এমন বই লিখতে হলে সুন্দর চিন্তা, পবিত্র বিশ্বাস আর ফুলের মতো মনের লেখক চাই! মাহমুদাতুর রহমান এই বিরল শ্রেণির লেখকদের একজন ।
মাহমুদাতুর রহমানের ভাষা মিষ্টি, সরল এবং সুন্দর। লেখায় চিকন একটা শিল্পের রেখা তিরতির করে হেঁটে যায় শব্দের বাঁকে, বাক্যের ছন্দে এবং সত্যি কথার স্রোতে।
আমার উস্তাদ, মাসিক মদীনার প্রতিষ্ঠাতা সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান তাঁর লেখা পছন্দ করতেন—এটা অনেক বড় সনদ। আমাদের শিশু-কিশোরদের বিশুদ্ধ জ্ঞান, বিশ্বাস ও জীবন নির্মাণে তাঁর লেখাগুলো যথেষ্ট উপযোগী ।
যারা সন্তানদের হাতে ভালো বই তুলে দিতে চান- আমি আশাবাদী— তারা তাঁর সবগুলো বই-ই পছন্দ করবেন।
আল্লাহ তায়ালা তাঁর সব মেহনত কবুল করুন— এই দোয়া করি ।
বিনীত
মুহাম্মদ যাইনুল আবিদীন

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “গল্পে গল্পে ঈমান শিখি ১-৮”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Shop
0 items Cart
My account