ধৈর্য হারাবেন না

পৃষ্ঠা : ৮০
কভার : পেপারব্যাক

Original price was: 160.00৳ .Current price is: 88.00৳ . (45% ছাড়)

মুমিন প্রিয় বান্দাকে প্রেমময় আল্লাহ তায়ালা ধৈর্যধারণ করতে আদেশ করেছেন।
পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ. “হে ইমানদারগণ! ধৈর্যধারণ করো এবং কাফেরদের মোকাবিলায় দৃঢ়তা অবলম্বন করো। আর আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা সফলকাম হতে পারো।” [সুরা আল ইমরান : ২০০]
আল্লাহ তায়ালা আরো ইরশাদ করেন-
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ.
“ধৈর্যের সাথে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো।” [সুরা বাকারা : ৪৫]
মুমিনকে আল্লাহ তায়ালা অধৈর্য হতে নিষেধ করেছেন। আল্লাহ তায়ালা ইরশাদ করেন-
فَاصْبِرْ كَمَا صَبَرَ أُولُو الْعَزْمِ مِنَ الرُّسُلِ وَلَا تَسْتَعْجِل لَّهُمْ.
“আপনি সবর করুন—যেমন উচ্চ সাহসী পয়গম্বরগণ সবর করেছেন, আপনি তাদের বিষয়ে তাড়াহুড়া করবেন না।” [সুরা আহকাফ : ৩৫]
ইমাম ইবনুল কায়্যিম রহিমাহুল্লাহ বলেন-
১. ওয়াজিব বিধানের উপর ধৈর্যধারণ করা ওয়াজিব, আর ওয়াজিব ছুটে যাওয়ার কারণ হয় এমন কাজের উপর ধৈর্যধারণ করা হারাম।
২. হারাম থেকে দূরে থাকার উপর ধৈর্যধারণ করা ওয়াজিব, আর হারামের উপর ধৈর্যধারণ হারাম।v ৩. মুস্তাহাবের উপর ধৈর্যধারণ করা মুস্তাহাব, আর মুস্তাহাব ছেড়ে দেওয়ার উপর ধৈর্যধারণ করা মাকরুহ। এমনিভাবে মাকরুহ থেকে দূরে থাকার উপর ধৈর্যধারণ করা মুস্তাহাব।
৪. মাকরুহের উপর ধৈর্যধারণ করা মাকরুহ।
৫. মুবাহ কাজের উপর ধৈর্যধারণ করাও মুবাহ। ওয়াজিব কাজ ও গুনাহের কাজ ছেড়ে দেওয়ার উপর ধৈর্যধারণ করা ওয়াজিব। এমনিভাবে আপতিত কোনো মুসিবতের উপর অধৈর্য ও বিরক্তি প্রকাশ না করাও ওয়াজিব। [উমদাতুস সাবেরিন : ২৩]

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “ধৈর্য হারাবেন না”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Shop
0 items Cart
My account
×