
নবীজির সা. নামায আদায়ের পদ্ধতি
- লেখক : মুফতী ইসমাঈল হুসাইন দোহারী
- প্রকাশনী : ফুলদানী প্রকাশনী
- বিষয় : সালাত/নামায
পৃষ্ঠা : ৪৮
কভার : পেপারব্যাক
90.00৳ Original price was: 90.00৳ .49.00৳ Current price is: 49.00৳ . (46% ছাড়)
আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং দুনিয়ার বুকে চলার জন্য আমাদেরকে দিয়েছেন কিছু নিয়ম-নীতি ও বিধি-বিধান। যেগুলো পালন করে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে পরকালে চিরস্থায়ী ঠিকানা জান্নাত লাভ করতে পারি। সেই বিধি-বিধানের মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান হলো সময়মত নিয়মতান্ত্রিক সহীহ শুদ্ধভাবে সুন্নাহ অনুসারে নামায আদায় করা। আর হাজার বছর যাবৎ মুসলমানগণ সেভাবে নামায আদায় করেও আসছেন। কিন্তু বর্তমানে কতিপয় লোক ও নামধারী কিছু আলেম সর্ব-সাধারণ মুসলমানদের ঈমান ও আমল বিনষ্ট করার জন্য বিভিন্ন মন্তব্য ও বক্তব্য প্রচার করছেন। এমনকি হানাফী মাযহাবের অনুসারী লক্ষ-কোটি মুসলমান যুগ যুগ ধরে সহীহ হাদীস ও সুন্নাহ মুতাবিক যেই পদ্ধতিতে নামায আদায় করে আসছে সেই পদ্ধতিতে নামায হয় না বলে তারা সমাজে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। এমনিভাবে তারা সহীহ হাদীসের নামে, ঈমান ও তাওহীদের নামে কিতাবাদী লেখে এবং রেডিও টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে ওয়াজ-নসীহত ও বক্তব্য প্রচার-প্রসার করে সর্ব-সাধারণ লোকদেরকে পথভ্রষ্ট ও বিভ্রান্ত করছে এবং তাদের আমলের ব্যাপারে সন্দিহান করে তুলছে।
আর সর্ব-সাধারণ জনগণ তাদের লিখিত কিতাবাদী পড়ে এবং তাদের ওয়াজ- নসীহত ও বক্তব্য শুনে বিভ্রান্ত হচ্ছে এবং নিজেদের ঈমান, আমল ও নামাযের ব্যাপারে সন্দিহান হয়ে পড়ছে। তাই সমাজের এ পরিস্থিতি দেখে এবং সর্ব- সাধারণ থেকে সন্দেহ ও বিভ্রান্ত দূর করা লক্ষে “সহীহ হাদীস ও গ্রহণযোগ্য দলীল- প্রমাণের আলোকে সংক্ষিপ্তাকারে একটি বই লেখার ইচ্ছা নিয়ে কাজ শুরু করি। আলহামদুল্লিাহ! আল্লাহর দয়া ও সকলের দু’আ এবং সাথীদের সহযোগিতায় বইটির কাজ শেষ হয়েছে।
আমার লেখা-লেখির ক্ষেত্রে এবং ইলম ও আমলের মধ্যে অগ্রসর হওয়ার পিছনে আমার প্রাণপ্রিয় সকল উস্তাদদের বর্ণনাতিত দু’আ, শ্রম-সাধনা ও মেহনতের অতুলণীয় ভূমিকা রয়েছে। মক্তব থেকে নিয়ে আজ-অবধি পর্যন্ত আমার সকল উস্তাদদেরকে আল্লাহ পাক উত্তম বিনিময় দান করুন এবং তাদের ইলম ও আমলে, দ্বীন ও দুনিয়ার সকল বিষয়ে পরিপূর্ণ কামিয়াবী, ভরপুর রহমত ও বরকত দান করুন। আমীন!
Reviews
There are no reviews yet.