শেষ নবি

অনুবাদক : মনসুর আহমদ
সম্পাদক : আলী হাসান উসামা
পৃষ্ঠা : ১২৮
কভার : হার্ডকভার

Original price was: 300.00৳ .Current price is: 156.00৳ . (48% ছাড়)

‘শেষ নবি’ গ্রন্থের বৈশিষ্টাবলি :

‘শেষ নবি’ গ্রন্থটির অনন্য কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলোর দ্বারা অন্যান্য সিরাতগ্রন্থ থেকে একে আলাদা করা যায়। অন্যান্য সিরাতগ্রন্থে সাধারণত রাসুল সা.-এর পুরো জীবনের ধারাবাহিক বর্ণনা থাকে। কিন্তু আননাবিয়্যুল খাতিমে এমনটি
নেই। চলুন একনজরে দেখে নিই গ্রন্থটিতে কী আছে—

• এটি একধরনের জবাবি গ্রন্থ! রাসুল সা. সম্পর্কে ইসলামবিদ্বেষী ও ভিন্ন ধর্মাবলম্বীদের বিভিন্ন প্রশ্ন ও সংশয়ের জবাব দেওয়া হয়েছে গ্রন্থটিতে। এজন্যই গ্রন্থটিতে রাসুলের জীবনের ঘটনাবলি তেমন বর্ণনা করা হয়নি; করা হয়েছে সেগুলোর বিশ্লেষণ; করা হয়েছে ঘটনাগুলো সংঘটিত হওয়ার কারণ ও রহস্য উদ্ঘাটন।

• এটিতে বংশীয় গৌরব, গোত্রপ্রীতি, গোষ্ঠীতন্ত্রের কদর্যতা, দেশপ্ৰেম নামের ভণ্ডামি এবং জাতীয়তাবাদসহ ইসলামবিরোধী নানা বিষয়ের কঠিন সমালোচনা করা হয়েছে। দেখানো হয়েছে, রাসুল সা. এসবের ঘোরবিরোধী ছিলেন; বংশ, জাতীয়তাবাদ ইত্যাদি নামক মূর্তিগুলো ভেঙে
দেওয়া তাঁর আগমনের অন্যতম উদ্দেশ্য ছিল।

• শেষের দিকে বিবর্তনবাদের কড়া সমালোচনা করা হয়েছে। বিজ্ঞানের নামে আবিষ্কার ও প্রযুক্তিপণ্যকেই যারা কার্যত উপাস্যরূপে গ্রহণ করে নিয়েছে, তাদেরও নিন্দা করা হয়েছে।

• গ্রন্থটি সিরাতের প্রাথমিক পাঠকদের জন্য রচিত হয়নি; সিরাত সম্পর্কে আগে থেকেই যাদের জানাশোনা আছে, তাদেরকে বিশেষ কিছু বিষয়ের
সঙ্গে পরিচয় করানোই এর উদ্দেশ্য।

• রাসুলের গোটা জীবনকে দু’ভাগে ভাগ করা হয়েছে। তন্মধ্যে মক্কি জীবনকে ‘আধ্যাত্মিক জীবন’ এবং মাদানি জীবনকে ‘বুদ্ধিবৃত্তিক জীবন’বলে আখ্যা দেওয়া হয়েছে। ঘটনাগুলোর বিশ্লেষণও এই ভিত্তিতেই করা হয়েছে।

• ইসলামবিদ্বেষীরা রাসুল সা. ও ইসলাম সম্পর্কে নানান আপত্তি- অভিযোগ করে থাকে। গ্রন্থটিতে এ ধরনের অনেক আপত্তির খণ্ডন করা হয়েছে; দেওয়া হয়েছে যৌক্তিক জবাব।

• এটিতে তুলনামূলক ধর্মতত্ত্বের অনেক খোরাক রয়েছে। ইসলাম ও ইসলামের নবির শ্রেষ্ঠত্ব এবং অন্যান্য ধর্মের ভ্রান্তি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ইহুদি, খ্রিষ্টান, হিন্দু, বৌদ্ধ, পারসিক, মাজুসি, মানি-সহ কোনো ধর্মই বাদ যায়নি; সব ধর্মের অসারতা বর্ণনা করা হয়েছে।

• গ্রন্থটিতে বাইবেলের বেশকিছু উদ্ধৃতি ও বিভিন্ন শ্রেণির গ্রহণযোগ্য ব্যক্তিদের স্বীকারোক্তির মাধ্যমে রাসুল সা.-এর সত্যতা তুলে ধরা হয়েছে।

• অনেক ক্ষেত্রেই যুক্তি ও দর্শনের আলোকে রাসুল সা.-এর জীবনকে বিশ্লেষণ করা হয়েছে। উল্লেখ করা হয়েছে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ের যৌক্তিক ব্যাখ্যা ও নিগূঢ় তত্ত্ব।

আরও কিছু বৈশিষ্ট্য ‘ভূমিকা’ ও লেখকের ‘মুখবন্ধে’ জানা যাবে। তবে এটি যে সিরাতশাস্ত্রের ওপর সম্পূর্ণ স্বতন্ত্র একটি গ্রন্থ, তা বোঝানোর জন্য

ইমান পত্রিকার সম্পাদক আবদুল মজিদ কুরাশির উদ্ধৃতিই যথেষ্ট। তিনি বলেছেন, ‘সিরাতবিষয়ক গ্রন্থাগারে এ রকম গ্রন্থ আর একটিও নেই।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “শেষ নবি”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Shop
0 items Cart
My account
×